MAYABI AALOTE
- 00:00 / 00:00
- 1 MAYABI AALOTE
Singer: Tahsan
Lyric : Rakib Hasan Rahul
খুব মায়াবী আলোতে,
কাছে দূরে সাথে,
চলো হারাই দু'জনে।
ঘোর আবির বিকেলে,
আধো ছায়া নীলে,
রবে একাই এ মনে।
ইচ্ছে সবই ভোরেরই রঙে,
সাজালো দিন এ রাতে।
নীলচে আলো রোদ মনভুলে
থেকো কাছে সেই পথে।
তুমি কোনো ধ্রুবতারা যেন রাতে,
জাগিয়ে রাখো আমায় শেষে।
থেকে যাবো রয়ে যাবো অনুভবে,
শুধু তোমায় যে ভালোবেসে।
নীল মেঘের মায়াতে,
দেখেছি তোমাকে
ছিলে একাই আনমনে।
চুল উড়িয়ে বাতাসে,
জড়ালে আবেশে,
হারিয়ে আছি সে ক্ষণে।
স্বপ্ন যতই মেঘের আড়ালে,
সাজিয়ে নেবো হাতে।
আলতো হেসে আজ দাও বলে
রবে কী আমার সাথে?
তুমি কোনো ধ্রুবতারা যেন রাতে
জাগিয়ে রাখো আমায় শেষে।
থেকে যাবো, রয়ে যাবো, অনুভবে
শুধু তোমায় যে ভালোবেসে।
তুমি কোনো ধ্রুবতারা যেন রাতে
জাগিয়ে রাখো আমায় শেষে।
থেকে যাবো, রয়ে যাবো, অনুভবে
শুধু তোমায় যে ভালোবেসে।