[m]lrc.lr/data-name="Tamak Pata" data-artist="Ashes" data-url="https://c2lo.reverbnation.com/audio_player/download_song_direct/26048979/bea494b56fe5076b3ce4036daea9b0df" data-lrc="[00:00.00]গান: তামাক পাতা ব্যান্ড: অ্যাসেজ
[00:02.66]একজন তামাক ধরতে বলছে অন্যজন বলছে ছাড়তে
[00:04.86]একটা কাজ শুরু করার আগে প্রত্যেকটি মানুষের ভেতরে এরকম দুটি স্বত্বা কাজ করে
[00:08.04]গানটির মূল প্রতিপাদ্য বিষয় এটি
[00:11.32]তুমি তামাক ধরো তামাক ছাড়ো
[00:14.26]আগুন জ্বালিয়ে দাও
[00:16.80]তুমি তামাক ধরো তামাক ছাড়ো
[00:20.60]আগুন জ্বালিয়ে দাও
[00:23.36]আগুন জ্বালালে উড়ে যাবে পাখি
[00:29.80]মনা আগুন জ্বালালে উড়ে যাবে পাখি
[00:36.02]নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে
[00:42.04]জটিল করলেই জটিল হবে সহজ করলেই সহজ
[00:47.86]মাথার ভেতরে গাঁজা ঘুরে গাঁজার ভেতরে মাথা
[00:54.90]গাঁজার ভেতরে মাথা ঘুরে তামাক বৃক্ষের পাতা
[01:00.92]নষ্ট করে মন
[01:04.01]নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে
[01:16.74]‘মাথার ভেতরে গাঁজা ঘুরে’ এটি একটি বাক্য হতে পারে তবে ‘গাঁজার ভেতরে মাথা ঘুরে’ এটি কোন অর্থবহ বাক্য হতে পারে না।
[01:27.04]যেমন ' পকেটের ভেতরে কলম আছে ' এটা একটা বাক্য হলেও ' কলমের ভেতরে পকেট আছে' এটা আসলে কোন অর্থ বহন করে না।
[01:32.66]ড্রাগ নিলে ঠিক এই রকম কিছু ব্যাপার ঘটে সব কিছু বিভ্রম করে দেয়। একজন সুস্থ মানুষ কখনো এভাবে চিন্তা করে না।
[01:41.32]তুমি মাঝেমাঝে আমার কাছে কবিতা চাইতা
[01:54.06]আমি মনের বিরুদ্ধে কবিতা লিখতাম
[02:05.18]মনের বিরুদ্ধে কি কবিতা লিখা যায় রে?
[02:12.28]জটিল করলেই জটিল হবে সহজ করলেই সহজ
[02:18.42]মাথার ভেতরে গাঁজা ঘুরে গাঁজার ভেতরে মাথা
[02:23.70]গাঁজার ভেতরে মাথা ঘুরে তামাক বৃক্ষের পাতা
[02:31.66]নষ্ট করে মন
[02:33.80]নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে
[02:46.44]‘ মাথার ভেতরে গাঁজা ঘুরে, গাঁজার ভেতরে মাথা’ এটি একটি মাদকাসক্ত বিকৃত মস্তিষ্কের আত্মহনন। যেটা তোমাকে ধ্বংস করবে; ‘নষ্ট করবে মন’।
[02:54.62]অনেকেই হতাশা থেকে মুক্তি পাবার আশায় খারাপ স্বত্বার প্রলোভনে নেশায় আসক্ত হয়ে পড়ে...
[02:59.76]নেশা তাকে সাময়িক ভাবে হতাশা থেকে ভুলিয়ে রাখলেও
[03:04.74]একটা নির্দিষ্ট সময় শেষে নেশাটা যখন কেটে যায় তখন
[03:09.02]হতাশার পাশাপাশি সে নেশায় আসক্ত হয়ে শারীরিক এবং মানসিক ভাবে বিকৃতগ্রস্ত হয়ে পড়ে।
[03:17.44]তুমি মাঝেমাঝে আমার কাছে তোমারে চাইতা
[03:23.30]তুমি মাঝেমাঝে আমার কাছে আমারে চাইতা
[03:29.24]আমি মনের বিরুদ্ধে নিজেরে দিতাম রে
[03:40.96]মনের বিরুদ্ধে কি নিজেরে দেয়া যায় রে?
[03:48.00]জটিল করলেই জটিল হবে সহজ করলেই সহজ
[03:53.88]মাথার ভেতরে গাঁজা ঘুরে গাঁজার ভেতরে মাথা
[04:00.68]গাঁজার ভেতরে মাথা ঘুরে তামাক বৃক্ষের পাতা
[04:06.74]নষ্ট করে মন
[04:09.58]নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে
[04:16.10]নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে
[04:22.01]নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে
[04:28.44]নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে
[04:34.54]নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে
[04:40.72]নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে
[04:47.12]নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে
[04:53.04]নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে"[/m]
তুমি তামাক ধরো তামাক ছাড়
আগুন জ্বালিয়ে দাও।
আগুন জ্বালালে উড়ে যাবে পাখি মনা
আগুন জ্বালালে উড়ে যাবে পাখি।
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে
জটিল করলে জটিল হবে
সহজ করলে সহজ।
মাথার ভিতরে গাঁজা ঘুরে
গাঁজার ভিতরে মাথা
গাজার ভিতরে মাথা ঘুরে
তামাক বৃক্ষের পাতা।
নষ্ট করে মন
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে
তুমি মাঝে মাঝে আমার কাছে কবিতা চাইতা
তুমি মাঝে মাঝে আমার কাছে কবিতা চাইতা
আমি মনের বিরুদ্ধে কবিতা লিখতাম
আমি মনের বিরুদ্ধে কবিতা লিখতাম
মনের বিরুদ্ধে কি কবিতা লেখা যায় রে?
জটিল করলে জটিল হবে
সহজ করলে সহজ।
মাথার ভিতরে গাঁজা ঘুরে
গাঁজার ভিতরে মাথা
গাজার ভিতরে মাথা ঘুরে
তামাক বৃক্ষের পাতা।
নষ্ট করে মন
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে
তুমি মাঝে মাঝে আমার কাছে তোমারে চাইতা!
তুমি মাঝে মাঝে আমার কাছে আমারে চাইতা!
আমি মনের বিরুদ্ধে নিজেরে দিতাম রে
আমি মনের বিরুদ্ধে নিজেরে দিতাম রে
মনের বিরুদ্ধে কি নিজেরে দেয়া যায় রে?
জটিল করলে জটিল হবে
সহজ করলে সহজ।
মাথার ভিতরে গাঁজা ঘুরে
গাঁজার ভিতরে মাথা
গাজার ভিতরে মাথা ঘুরে
তামাক বৃক্ষের পাতা।
নষ্ট করে মন
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে...
(code-box)