00:00
00:00
Vocal, Lyrics & Tune: Tasrif Khan
Lead Guitar: Tanjeeb Khan
হোমিওপ্যাথির ডোজ,
লাগবে আমার রোজ
প্রেম ক্যান্সারে ভুগছি আমি,
নাও না একটু খোঁজ
তোমার মন পাড়ায়,
দিও আমায় ঠাঁই
প্রেম বাগানের মালি হয়ে,
ফুল কুড়াতে চাই (x2)
স্বপ্নে এসে ভাগ বসাবো,
থাকবে জোৎস্না রাত
বৃন্দাবনে হাঁটবো দুজন,
হাতে রেখে হাত। (x2)
সাত সকালে ঘুম ভাঙ্গাবো,
গরম গরম কাচ্চি খাবো (x2)
টালবাহানায় কাজ হবে না..
হোমিওপ্যাথির ডোজ,
লাগবে আমার রোজ
প্রেম ক্যান্সারে ভুগছি আমি,
নাও না একটু খোঁজ
তোমার মন পাড়ায়,
দিও আমায় ঠাঁই
প্রেম বাগানের মালি হয়ে,
ফুল কুড়াতে চাই (x2)
পঙ্খীরাজের ডানায় চড়ে যাবো তেপান্তর
গোলপাতারই ছাউনি দিয়ে,
বাঁধবো প্রেমের ঘর (x2)
সন্ধ্যে হলে বাইরে যাবো,
মানিক মিয়ার ফুচকা খাবো
সন্ধ্যে হলে বাইরে যাবো,
মানিক মিয়ার ফুচকা খাবো
আমায় তুমি মণ করো না..
হোমিওপ্যাথির ডোজ,
লাগবে আমার রোজ
প্রেম ক্যান্সারে ভুগছি আমি,
নাও না একটু খোঁজ
তোমার মন পাড়ায়,
দিও আমায় ঠাঁই
প্রেম বাগানের মালি হয়ে,
ফুল কুড়াতে চাই (x2)