Ami Chitkar Kore Kadite Chahiya - Lyrics

0
[m]anc.u/watch?v=6ISVmRQ2wkg[/m]
Song: Ami Chitkar Kore Kadite Chahiya
Artist: Hyder hossain
Lyric: Hyder hossain

কতো টুকু অশ্রু গড়ালে, হৃদয় জলে সিক্ত
কতো প্রদীপ শিখা জ্বাললেই, জীবন
আলোয় তিপ্ত
কতো বেথা বুকে চাপলে, তাকে বলি
আমি ধর্য
নির্মমতা কতো দূর হলে, জাতি হবে
নির্লজ্জ
আমি চিত্কার করে কাদিতে
চাহিয়া, করিতে পারিনি চিত্কার
আমি চিত্কার করে কাদিতে
চাহিয়া, করিতে পারিনি চিত্কার
বুকের বেথা বুকে চাপায়ে, নিজেকে
দিয়েছি ধিক্কার
কতো টুকু অশ্রু গড়ালে, হৃদয় জলে সিক্ত
কতো প্রদীপ শিখা জ্বাললে, জীবন
আলোয় তিপ্ত
কতো বেথা বুকে চাপলে, তাকে বলি
আমি ধর্য
নির্মমতা কতো দূর হলে, জাতি হবে
নির্লজ্জ
............................................
আজও কানে ভাসে সেই কথা গুলো, কে
জানে কি হবে শেষ কথা
আজও কানে ভাসে সেই কথা গুলো, কে
জানে কি হবে শেষ কথা
নিয়তির ডাকে দিয়ে যে সাড়া,
পেলে গেলে শুধু নীরবতা
যার চলে যায় সেই বুঝে হয়, বিচ্ছেদে
কি যন্ত্রনা
যার চলে যায় সেই বুঝে হয়, বিচ্ছেদে
কি যন্ত্রনা
অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন, কি দিয়ে দেবো
শান্তনা
আমি চিত্কার করে কাদিতে
চাহিয়া, করিতে পারিনি চিত্কার
আমি চিত্কার করে কাদিতে
চাহিয়া, করিতে পারিনি চিত্কার
বুকের বেথা বুকে চাপায়ে, নিজেকে
দিয়েছি ধিক্কার
কতো টুকু অশ্রু গড়ালে, হৃদয় জলে সিক্ত
কতো প্রদীপ শিখা জ্বাললে, জীবন
আলোয় তিপ্ত
কতো বেথা বুকে চাপলে, তাকে বলি
আমি ধর্য
নির্মমতা কতো দূর হলে, জাতি হবে
নির্লজ্জ
....................................
বিধাতা তোমায় ডাকি বারে বারে,
করো তুমি মোরে মার্জনা
বিধাতা তোমায় ডাকি বারে বারে,
করো তুমি মোরে মার্জনা
দুঃখ সইতে দাও গো শক্তি, তোমার স-
আকাশে প্রার্থনা
চাহিনা সহিতে আমার মাটিতে
মজলুমের আর্তনাদ
চাহিনা সহিতে আমার মাটিতে
মজলুমের আর্তনাদ
ইশাদননে পুড়ে বারে বারে, নুন্ঠিত
হবে স্বপ্ন স্বাদ
আমি চিত্কার করে কাদিতে
চাহিয়া, করিতে পারিনি চিত্কার
আমি চিত্কার করে কাদিতে
চাহিয়া, করিতে পারিনি চিত্কার
বুকের বেথা বুকে চাপায়ে, নিজেকে
দিয়েছি ধিক্কার
কতো টুকু অশ্রু গড়ালে, হৃদয় জলে সিক্ত
কতো প্রদীপ শিখা জ্বাললে, জীবন
আলোয় তিপ্ত
কতো বেথা বুকে চাপলে, তাকে বলি
আমি ধর্য
নির্মমতা কতো দূর হলে, জাতি হবে

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !